আবারও ড্র করল উরুগুয়ে

টানা দুটি ম্যাচে ড্র করে এখন প্রথম রাউন্ডের বাধা পেরোনোই কষ্টকর হয়ে উঠেছে গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট উরুগুয়ের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ড্র করার পর আজ চিলির বিপক্ষেও ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে উরুগুয়ে। এ নিয়ে কোপা আমেরিকার প্রথম নয়টি ম্যাচের ছয়টিই শেষ হলো অমীমাংসিতভাবে।
প্রথমার্ধে অনেকখানি আধিপত্য বিস্তার করে খেলেছিল উরুগুয়ে। ১৯ মিনিটের মাথায় গোল করার ভালো সুযোগ পেয়েছিলেন লুইস সুয়ারেজ। কিন্তু বলটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পাঠাতে পারেননি এই উরুগুয়ের স্ট্রাইকার। আট মিনিট পর আরেকটি গোলের সুযোগ নষ্ট করেন ডিয়েগো ফোরলান। প্রথমার্ধে উরুগুয়ের রক্ষণ ভাগের দুর্বলতার সুযোগে একটা গোলের দেখা পেয়ে যেতে পারত চিলিও। কিন্তু চিলির মিডফিল্ডার মরিসিও ইসরার শট ফিরে আসে গোলপোস্টে লেগে।
দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে উরুগুয়েকে এগিয়ে দেন আলভারো পেরেইরা। কিন্তু খুব বেশিক্ষণ তাঁদেরকে এগিয়ে থাকতে দেননি অ্যালেক্সা সানচেজ। ৬৪ মিনিটে চিলির পক্ষে সমতাসূচক গোলটি করে উরুগুয়ের সমর্থকদের হতাশায় ডোবান চিলির এ তারকা স্ট্রাইকার।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে উরুগুয়ে।

No comments

Powered by Blogger.