ন্যানো গাড়ির আশায় বন্ধ্যাত্বকরণের হিড়িক

ভারতের রাজস্থান রাজ্যের ঝুনঝুনুপুর জেলায় লোভনীয় পুরস্কারের আশায় বন্ধ্যত্ব করতে নারী-পুরুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেছে। চলতি মাসের প্রথম সপ্তাহে সেখানে বন্ধ্যত্ব করেছেন ১৫৫ জন। গত বছর একই সময়ে বন্ধ্যাকরণ অস্ত্রোপচার করান মাত্র ৩২ জন।
বন্ধ্যাকরণে লোকজনের হঠাৎ এত আগ্রহের কারণ ন্যানো গাড়ি। স্থানীয় প্রশাসন সম্প্রতি ঘোষণা করেছে, বন্ধ্যাকরণ ব্যবস্থা নিলে ন্যানো গাড়ি পুরস্কার দেওয়া হবে। তবে তা লটারির মাধ্যমে। এ জন্য ১ জুলাই থেকে যাঁরা বন্ধ্যাকরণ অস্ত্রোপচার করাচ্ছেন, তাঁদের একটি করে কুপন দেওয়া হচ্ছে। আগামী সেপ্টেম্বর মাসের শেষে এ কুপনের লটারি হবে। বিজয়ী একজনকে দেওয়া হবে একটি ন্যানো গড়ি। এ ছাড়া মোটরসাইকেল, টেলিভিশনসহ অন্যান্য পুরস্কার তো আছেই।
স্বাস্থ্য বিভাগের স্থানীয় কর্মকর্তা সীতারাম শর্মা বলেন, ‘আমাদের এই কৌশলে বেশ কাজ হচ্ছে। গত বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহের চেয়ে এ বছর একই সময়ে পাঁচ গুণ বেশি মানুষ এ পদ্ধতি গ্রহণ করেছে।

No comments

Powered by Blogger.