অর্থনৈতিক মন্দার প্রভাবে আত্মহত্যা বেড়েছে ইউরোপে

ইউরোপজুড়ে অর্থনৈতিক মন্দার প্রভাবে আত্মহত্যার হার বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এর কারণ অর্থনৈতিক সংকট। ১০টি দেশের ওপর তাঁরা ওই গবেষণা চালান।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ইউরোপের ওই ১০ দেশের নয়টিতে কর্মক্ষমদের আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। এ সময় বেকারত্বের হারও বেড়ে যায়। চিকিৎসা সাময়িকী দ্য লানসেট-এর প্রতিবেদনে বলা হয়, আত্মহত্যা পরিস্থিতির অবনতির পর ৬৫ বছরের কমবয়সী ব্যক্তিদের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে ৫ থেকে ১৭ শতাংশ।
গবেষণা দলটি যুক্তরাজ্যসহ ইউরোপের ১০টি দেশে আত্মহত্যার হারের তুলনা করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য-উপাত্ত ব্যবহার করেছে। এ সময় শুধু অস্ট্রিয়াতে আত্মহত্যার হার কমে। কারণ, অর্থনৈতিক মন্দায় অন্য দেশগুলোর চেয়ে কম ক্ষতিগ্রস্ত হয়েছিল অস্ট্রিয়া। অন্য দেশগুলোর মধ্যে ফিনল্যান্ডের অবস্থা সবচেয়ে ভালো এবং গ্রিসের অবস্থা সবচেয়ে খারাপ। যুক্তরাজ্যে প্রতি এক লাখ লোকের মধ্যে আত্মহত্যার হার বেড়েছে ১০ শতাংশ।

No comments

Powered by Blogger.