এক্সনমবিলের পাইপ ফুটো হয়ে যুক্তরাষ্ট্রে নদীতে তেল

যুক্তরাষ্ট্রের মনটানা অঙ্গরাজ্যে এক্সনমবিলের একটি পাইপলাইন ফুটো হয়ে ইয়োলোস্টোন নদীতে শত শত ব্যারেল অপরিশোধিত তেল ছড়িয়ে পড়েছে। বিখ্যাত পর্যটন কেন্দ্রইয়োলোস্টোন ন্যাশনাল পার্কের কাছে পাইপলাইন ফুটো হয়ে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়।
এক্সনমবিল জানিয়েছে, ওই পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়েছে। তেল ছড়িয়ে পড়ার বিষয়টি গত শনিবার ধরা পড়ার পরপরই তেল পরিষ্কার করতে লোকজন নিয়োগ করা হয়েছে।
এক্সনমবিলের মুখপাত্র পাম মালেক জানিয়েছেন, পাইপলাইনের ফুটো দিয়ে প্রায় আধা ঘণ্টায় সাড়ে ৭০০ থেকে এক হাজার ব্যারেলের মতো তেল বের হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং সমাধানের চেষ্টা করছি। এ ক্ষেত্রে আমরা স্থানীয় লোকজন ও আমাদের কর্মীদের নিরাপত্তা ও স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি।’
পাইপলাইন থেকে বের হওয়া তেল কত দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, তা এখনো পরিষ্কার নয়। তবে স্থানীয় কাউন্টির দুর্যোগ ও জরুরি সেবাবিষয়ক পরিচালক জানিয়েছেন, নদীর উজানে বেশ কিছু দূর পর্যন্ত তেল ছড়িয়ে পড়তে পারে।

No comments

Powered by Blogger.