উত্তর মেরুর জন্য সেনা ব্রিগেড গঠনের পরিকল্পনা রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, উত্তর মেরু অঞ্চলের জন্য দুটি বিশেষায়িত সেনা ব্রিগেড গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
রাশিয়া উত্তর মেরু অঞ্চলে দৃঢ়ভাবে নিজ স্বার্থ রক্ষা করবে—রুশ প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের এই ঘোষণার কয়েক দিন পরই রুশ প্রতিরক্ষামন্ত্রী তাঁর এই পরিকল্পনার কথা ঘোষণা করলেন।
রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানায়, মুরমানস্ক, আর্কহেঙ্গেলস্ক অথবা অন্য কোনো জায়গায় সেনা ব্রিগেডগুলোর জন্য ঘাঁটি স্থাপন করা হতে পারে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আনাতোলি সেরডইয়ুকোভ বার্তা সংস্থা ইতার তাসকে বলেন, এ ধরনের দুটি ইউনিট গঠনের পরিকল্পনা নিয়ে কাজ করছে জেনারেল স্টাফ। তিনি বলেন, সেনাসংখ্যা, অস্ত্র ও ঘাঁটির মতো সুনির্দিষ্ট বিষয় নিয়ে এখনো পরিকল্পনা প্রণয়নের কাজ করছে মন্ত্রণালয়। তিনি বলেন, একটি ব্রিগেডে কয়েক হাজার সেনাও থাকতে পারে।
চলতি সপ্তাহে রুশ প্রধানমন্ত্রী পুতিন বলেছিলেন, উত্তর মেরু অঞ্চলে রাশিয়া তার উপস্থিতি বাড়াবে এবং দৃঢ় ও অনড়ভাবে নিজ স্বার্থ রক্ষা করবে। একই সঙ্গে ঝুঁকির মধ্যে থাকা ওই অঞ্চলের পরিবেশের যত্ন নেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি।

No comments

Powered by Blogger.