অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেওয়ায় সরকারকে অভিনন্দন

২০১১-১২ অর্থবছরের বাজেটে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানিয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরামের নেতারা।
আজ সোমবার সংগঠনটির আহ্বায়ক আবদুল মান্নান ও সদস্যসচিব রুহুল আমিন স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর ঘোষণা পুঁজিবাজারের চরম মন্দাভাব কাটিয়ে ওঠার জন্য এবং বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে ইতিবাচক প্রভাব ফেলবে।’ তাঁরা মনে করেন, বিষয়টি পুঁজিবাজারের উন্নয়ন ও স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হিসেবে কাজ করবে।
অপ্রদর্শিত অর্থ বন্ডে বিনিয়োগের পাশাপাশি শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগসহ ২০১১-১২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারের জন্য নানা ছাড় দেশের শিল্পোন্নয়নে গতি বৃদ্ধি করবে বলে সংবাদবিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়।

No comments

Powered by Blogger.