সিরিয়ার হামা শহরে সেনা মোতায়েন

ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পর সিরিয়ার হামা শহরে গতকাল রোববার সেনা মোতায়েন করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে সেখানে অভিযান চালিয়ে বহু লোককে গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ দিন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ হামার গভর্নরকে বরখাস্তও করেন।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান বলেন, হামার পার্শ্ববর্তী জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, কর্তৃপক্ষ হামার নিয়ন্ত্রণ গ্রহণ করার সামরিক পন্থা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে।
রামি আবদেল রহমান জানান, শনিবার রাতে অন্তত ৯৭টি ট্যাংক ও সামরিক যান নিয়ে কয়েক হাজার সেনা কেফার রুম্মা গ্রামের দিকে অগ্রসর হন। এ সময় গ্রামবাসী সেখানে সেনাদের প্রবেশে বাধা দেয়।
তিনি আরও জানান, নিরাপত্তা বাহিনী জাবাল আল-জাওয়িইয়াহর বেশ কয়েকটি গ্রামে অভিযান চালিয়েছে। এ সময় অনেক বিক্ষোভকারীর ঘরবাড়ি ধ্বংস করা হয়। বিক্ষোভকারীদের আত্মীয়স্বজনদেরও ধরপাকড় করা হয়।

No comments

Powered by Blogger.