পুঁজিবাজার ঊর্ধ্বমুখী

ভাগ শেয়ারের দাম বেড়েছে। এর ফলে বেড়েছে সাধারণ সূচক। এ ছাড়া লেনদেনও বেড়েছে উভয় স্টক এক্সচেঞ্জে।
বাজার-সংশ্লিষ্টরা বলছেন, বেশ কয়েক দিন ধরে বাজার ভালো থাকায় অনেক বিনিয়োগকারী আবারও বাজারে সক্রিয় হচ্ছেন। আবার বাজেটে পুঁজিবাজারবান্ধব কোনো ঘোষণা আসতে পারে—এমন আশায় অনেকে বাজারে ফিরতে শুরু করছেন। এর ফলে বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
ডিএসই সূত্রে জানা যায়, গতকালের মতো আজও ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে বেলা ১১টা ৫০ মিনিটে সূচক ১২ পয়েন্ট নেমে যায়। এরপর আবার সূচক ঊর্ধ্বমুখী হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮১.৮৪ পয়েন্ট বেড়ে ৫৮৪৪.৭৩ পয়েন্টে দাঁড়ায়।
ডিএসইতে হাতবদল হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ৬৭০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৯ কোটি টাকা বেশি।
এ দিকে খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৯টিরই দাম বেড়েছে। এ ছাড়া সিমেন্ট ও সিরামিক খাতের সবগুলোর, প্রকৌশল খাতের ২৩টির মধ্যে ১৮টির, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৫টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ২০টির এবং মিউচুয়াল ফান্ড খাতের ৩৫টির মধ্যে ১৯টির দাম বেড়েছে। বস্ত্র, জ্বালানি এবং খাদ্য ও সেবা খাতে মিশ্র অবস্থা দেখা গেছে।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, এমআই সিমেন্ট, বিএসআরএম স্টিল, মেঘনা সিমেন্ট, তিতাস গ্যাস, এনবিএল, কনফিডেন্স সিমেন্ট, ইস্টার্ন হাউজিং ও বেক্সিমকো।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আজ গতকালের চেয়ে ২৩২.৯৪ পয়েন্ট বেড়ে ১৬২৪২.৪৭ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ ছাড়া কমেছে ৫৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৯৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২২ কোটি টাকা বেশি।

No comments

Powered by Blogger.