কোরীয় দূতাবাস ও বাংলাদেশ ইনডেন্টিং সমিতির চুক্তি

ঢাকার কোরীয় দূতাবাসের বাণিজ্যিক শাখার (কোটরা) সঙ্গে সম্প্রতি বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের (বিআইএএ) একটি সমঝোতা চুক্তি হয়েছে।
বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সাহাবুদ্দিন খান এবং বাংলাদেশে কোটরার আবাসিক বাণিজ্যিক প্রতিনিধি স্যাম সিক কিম এ সমঝোতা স্মারকে সই করেন। এ সময় বাংলাদেশ ইনডেন্টিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালকেরা এবং কোটরার মার্কেট রিসার্চ ম্যানেজার উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ী বিআইএএ ও কোটরা উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কারিগরি সহযোগিতা ও ব্যবসায়িক যোগাযোগ জোরদার এবং বাণিজ্য মেলার আয়োজন করবে।
এ ছাড়া বিআইএএ ও কোটরা উভয় দেশের মধ্যে প্রয়োজনীয় তথ্যাবলি আদান-প্রদানসহ সভা-সম্মেলন-সেমিনার এবং পারস্পরিক মতবিনিময় সভা আয়োজনের উদ্যোগ নেবে।

No comments

Powered by Blogger.