ফ্রান্সে পরমাণু বিদ্যুৎ কর্মসূচির জন্য শত কোটি ইউরো

জাপানে ফুকুশিমায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয়ের পর বিশ্বব্যাপী সতর্কতা সত্ত্বেও ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির জন্য ১০০ কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছেন।
তবে বিপুল পরিমাণ এই বিনিয়োগের একটা অংশ পারমাণবিক নিরাপত্তাবিষয়ক গবেষণার পেছনেও ব্যয় করা হবে।
ফরাসি পারমাণবিক প্রতিষ্ঠান আরিভা চুল্লির চতুর্থ প্রজন্মের প্রযুক্তির উন্নয়ন করছে। দেশটি মোট বিদ্যুৎ চাহিদার ৮০ শতাংশ পূরণ করে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
সারকোজি এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভবিষ্যতে পরমাণু কর্মসূচি, বিশেষ করে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি উন্নয়নে আমরা শত কোটি ইউরো বিনিয়োগ করতে যাচ্ছি।’
ফুকুশিমা বিপর্যয়ের পর চলতি বছরের গোড়ার দিকে ফ্রান্সের প্রতিবেশী রাষ্ট্র জার্মানি, সুইজারল্যান্ড ও ইতালি পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির বিপক্ষে ভোট দেয়।

No comments

Powered by Blogger.