কে হচ্ছেন আইএমএফ প্রধান?

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হিসেবে দমিনিক স্ত্রস কান পদত্যাগের পর সংস্থাটির নতুন প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা-কল্পনা এখন তুঙ্গে। তাঁর উত্তরাধিকার হিসেবে ইতিমধ্যেই ফরাসি অর্থমন্ত্রী ক্রিস্টিন লাগার্দের নাম বেশ জোরেশোরে শোনা যাচ্ছে। নিউইয়র্কের একটি আদালত শর্তসাপেক্ষে আইএমএফের সাবেক প্রধান দমিনিক স্ত্রস কানকে গত বৃহস্পতিবার জামিনে মুক্তি দিয়েছেন।
ইইউর নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, আসন্ন জি-৮ শীর্ষ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ক্রিস্টিন লাগার্দকে সংস্থার পরবর্তী প্রধান হিসেবে সমর্থন জানাতে পারে। সূত্র জানায়, আগামী বৃহস্পতি ও শুক্রবার ফ্রান্সের দোওভিলে বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত আট দেশের সংস্থা জি-৮-এর সম্মেলন হতে যাচ্ছে। সেখান থেকেই আইএমএফেএর আগামী প্রধান হিসেবে লাগার্দকে সমর্থন জানানো হবে বলে আভাস পাওয়া গেছে। সূত্রটি আরও জানায়, ইইউর লাগার্দ ছাড়া আর কোনো প্রার্থী নেই মুদ্রা তহবিলের জন্য।
প্যারিসভিত্তিক সংস্থা ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের মহাসচিব ম্যাক্সিকান বংশোদ্ভূত অ্যাঙ্গেল গুরিয়া আইএমএফের প্রধান হিসেবে এবার ইউরোপের বাইরের দেশ থেকে কাউকে নিয়োগ দেওয়ার আহ্বান জানানোর পরপরই ইইউর ওই সূত্র লাগার্দের সমর্থনে তথ্যগুলো দিলেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠার পর এর প্রধান বরাবরই ইউরোপ থেকে নিয়োগ হয়ে আসছে। অ্যাঙ্গেলা গুরিয়া বলেন, প্রথাটি ভাঙার এখনই সময়, তবে যা করার তা শিগগিরই করতে হবে।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক গতকাল শুক্রবার আইএমএফের প্রধান হিসেবে লেসজেক বালসেরোউইকজের নাম প্রস্তাব করেছেন।
নিউইয়র্কের একটি আদালত আইএমএফের সাবেক প্রধান কানকে গত বৃহস্পতিবার জামিনে মুক্তি দিয়েছেন। তবে এ জন্য তাঁকে ১০ লাখ ডলার নগদ ও ৫০ লাখ ডলারের মুচলেকা দিতে হয়েছে। তাঁর গোড়ালিতে পরিয়ে দেওয়া হয়েছে বৈদ্যুতিক একটি বন্ধনী। এর সাহায্যে তাঁর ওপর নজর রাখবে কর্তৃপক্ষ। এ ছাড়া তাঁর ভ্রমণসংক্রান্ত যাবতীয় কাগজপত্র জমা নিয়ে তাঁকে ২৪ ঘণ্টা গৃহবন্দী রাখার নির্দেশও দিয়েছেন আদালত। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি সাইরাস ভ্যান্স জামিনের শুনানির পর জানিয়েছেন, মার্কিন আইন অনুযায়ী কানের বিরুদ্ধে আনীত অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

No comments

Powered by Blogger.