সিরিয়ায় বিক্ষোভ গুলিতে আরও ৩৪ জন নিহত

সিরিয়ায় গতকাল শুক্রবার দেশজুড়ে নতুন করে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে বিভিন্ন শহরে অন্তত ৩৪ জন নিহত হয়েছে।
গতকাল জুমার নামাজের পরপরই নিরাপত্তা বাহিনীর উপস্থিতি উপেক্ষা করে রাজধানী দামেস্ক, হোমস, বানিয়াস, দেরা, হামা, লাতাকিয়সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে। তারা প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের বিরুদ্ধে বিক্ষোভ করে। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ ও গুলি চালায়। গুলিতে হোমস শহরে ১০ জন, পশ্চিমাঞ্চলীয় মারেত-আল নামান শহরে ১০ জন, সানামিন শহরে দুজন, দেরা শহরে দুজন লাতাকিয়ায় দুজন এবং দামেস্কের শহরতলি দরিয়ায় একজন, সানামিন শহরে ২ জন, পূর্বাঞ্চলীয় শহর দের ইজরে দুজনসহ কমপক্ষে ৩৪ জন নিহত হয়। দামেস্ক থেকে আইনজীবী রজন জইতুনা এ কথা জানান।
বানিয়াস শহরেও গুলি চলছে। শহরটি থেকে গত কয়েক সপ্তায় প্রায় এক হাজার লোককে গ্রেপ্তার করা হয়।
এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়ার বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর নির্বিচারে গুলি ও হত্যার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট আসাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার বলেছেন, সিরিয়াকে অবশ্যই হত্যা এবং গণগ্রেপ্তারের পথ থেকে সরে আসতে হবে।

No comments

Powered by Blogger.