সিএসইতে পুঁজিবাজার সাংবাদিকদের নিয়ে কর্মশালা

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শনিবার পুঁজিবাজার-সংশ্লিষ্ট সাংবাদিকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় রাজধানীর মতিঝিলে সিএসইর ঢাকার কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার উদ্বোধন করেন সিএসইর সভাপতি ফখরউদ্দিন আলী আহমেদ। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে সিএসই সভাপতি বলেন, সাংবাদিকেরা বাংলাদেশের পুঁজিবাজার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আজকের এই কর্মশালা সাংবাদিকদের পুঁজিবাজার বিকাশে আরও বলিষ্ঠ ভূমিকা পালনে সহায়তা করবে।
কর্মশালায় বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী পরিচালক আবদুল হান্নান জোয়ার্দার ও সিটিব্যাংক এনএর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন রশিদ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক মফিজউদ্দিন ও উপপ্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ সাজিদ হোসেইন।
কর্মশালায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

No comments

Powered by Blogger.