জাপানে পদত্যাগ করেছেন টেপকোর প্রেসিডেন্ট

জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির (টেপকো) প্রেসিডেন্ট মাসাতাকা শিমিজু গতকাল শুক্রবার পদত্যাগ করেছেন। তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তোশিও নিশিজাওয়া।
টোকিওতে টেপকোর সদর দপ্তরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা ঘোষণা করেন শিমিজু। এ সময় নিশিজাওয়া তাঁর পাশে ছিলেন।
গত অর্থবছরে প্রতিষ্ঠানটি সাড়ে ১২ হাজার কোটি ইয়েন বা এক হাজার ৫৩০ কোটি ডলার লোকসান দিয়েছে। সম্প্রতি ভূমিকম্প ও সুনামিতে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
সংবাদ সম্মেলনে শিমিজু বলেন, পরমাণু বিদ্যুতের ওপর সাধারণ মানুষ আস্থা হারিয়েছে। তিনি আরও বলেন, চূড়ান্ত দায়দায়িত্ব নেওয়া শীর্ষ ব্যবস্থাপকের জন্য সঠিক পন্থা।
টেপকোর পরমাণু বিভাগের প্রধান সাকায়ে মুতোও পদত্যাগ করেছেন। গত অর্থবছরে রেকর্ড পরিমাণ লোকসান দিয়েছে টেপকো। অর্থনৈতিক খাতের বাইরে জাপানের করপোরেট ইতিহাসে সবচেয়ে বড় লোকসান দিল টেপকো।

No comments

Powered by Blogger.