আন্তজেলা শিরোপাও রাজশাহীর

আরেকবার প্রমাণিত হলো বাংলাদেশ ক্রিকেটে চলছে ‘রাজশাহী-যুগ’। জাতীয় ক্রিকেট লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন তারা, এবার জিতে নিয়েছে আন্তজেলা ক্রিকেটও। সেমিফাইনালের মতো ফাইনালেও তাদের কাছে পাত্তা পায়নি প্রতিপক্ষ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৩১তম আন্তজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ময়মনসিংহ হেরেছে ১০৮ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহীর শুরুটা ভালো হয়নি। সেমিফাইনালের সেঞ্চুরিয়ান মিজানুর রহমান ফিরে যান পঞ্চম ওভারে। দলীয় ৬২ রানে আউট আরও দুজন। চতুর্থ উইকেট জুটিতে পরিস্থিতি সামাল দেন সাব্বির রহমান ও শাহরিয়ার ইসলাম। শাহরিয়ারকে আউট করে ৮৩ রানের জুটি ভাঙার পরের ওভারে সাব্বিরকেও ফেরান জাকির হোসেন। তবে রাজশাহী ম্যাচটা ময়মনসিংহের নাগালের বাইরে চলে যায় পরের জুটিতেই। ষষ্ঠ উইকেটে ৯১ বলে ১০৮ রানের জুটি গড়েন ইশরুল ইসলাম ও হাবিবুর রহমান। ৪ চার, ২ ছয়ে ৫৭ বলে ৬৮ করলেন ইশরুল। ২টি করে চার-ছয়ে ৪৮ বলে হাবিবুর অপরাজিত ৪৮।
ম্যাচ কার্যত শেষ হয়ে যায় ময়মনসিংহের ইনিংস শুরুর মিনিট চল্লিশের মধ্যেই। ৩৩ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলে ময়মনসিংহ। এরপর ৬১ রানে ৬টি। আরাফাত সালাউদ্দিনের ৫০ আর মাহমুদউল্লাহর ৩৪ কেবল ব্যবধানটাই কমিয়েছে, বড় হার তবু এড়ানো যায়নি। ব্যাট হাতে ফিফটির পর লেগ স্পিনে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা সাব্বির।
সংক্ষিপ্ত স্কোর
রাজশাহী: ৫০ ওভারে ২৬৯/৬ (মিজানুর ১০, নাঈম ১৯, সাদিক ১৬, সাব্বির ৫৪, শাহরিয়ার ৪০, ইশরুল ৬৮, হাবিবুর ৪৮*, সানজামুল ১*; আরাফাত ২/৩৭, জাকির ২/৬৫, মোজাম্মেল ১/৩৭, মুসাদ্দেক ১/৪১)। ময়মনসিংহ: ৪৪ ওভারে ১৬১ (উত্তম ১৭, মজিদ ০, মোসাদ্দেক ০, নাঈমুর ৪, লিপন ১৮, সালেহীন ৭, মাহমুদউল্লাহ ৩৪, আরাফাত ৫০, মাজিদুর ১৬, জাকির ০, মোজাম্মেল ০; সাব্বির ৩/২৯, শামসুল ২/১১, কামরুল ১/২৪, শাহরিয়ার ১/২৪, রেজাউল ১/২৭, সানজামুল ১/৩৬)। ফলাফল: রাজশাহী ১০৮ রানে জয়ী; ম্যান অব দ্য ম্যাচ: সাব্বির রহমান।

No comments

Powered by Blogger.