পঞ্চম দফায় ৩৮টি আসনে ভোট গ্রহণ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গতকাল শনিবার পঞ্চম দফায় ভোট গ্রহণ করা হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ ছিল মোটামুটি শান্তিপূর্ণ।
গতকাল বর্ধমান এবং মাওবাদী-অধ্যুষিত তিন জেলা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার ৩৮টি আসনে ভোট নেওয়া হয়। সব মিলিয়ে গতকাল পর্যন্ত ২৮০টি আসনের ভোট নেওয়া হলো। বিধানসভার অবশিষ্ট ১৪টি আসনের ভোট নেওয়া হবে আগামী মঙ্গলবার। নির্বাচনের ফল ঘোষণা হবে ১৩ মে।
বিচ্ছিন্ন ঘটনা
বাঁকুড়ার কালীমেলাকেন্দ্রে সাংবাদিকেরা ছবি তুলতে গেলে নিরাপত্তাকর্মীরা তাঁদের বাধা দেন। এর প্রতিবাদ করলে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের বচসা ও ধস্তাধস্তি হয়।
রায়নায় নকল ইলেকট্রিক ভোটিং মেশিন নিয়ে ঘোরাফেরার সময় সিপিএমের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্ধমানে গ্রেপ্তার করা হয়েছে ১২ জনকে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় একটি বুথের সামনের গাড়ি থেকে একজন নারী দুটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায় বলে জানা গেছে। কেশপুরে একটি ভোটকেন্দ্রে সিপিএমের সমর্থকেরা জটলা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে। এতে কয়েকজন আহত হন।

No comments

Powered by Blogger.