গেইল-দিলশান ‘ঝড়ে’ বিধ্বস্ত কোচি

প্রাথমিক কাজটি করে দিয়েছিলেন বোলাররা—কোচি টাস্কার্সকে অল্প রানে আটকে দিয়ে। অল্প পুঁজি হলেও নিশ্চয়ই প্রতিরোধ গড়ার স্বপ্ন দেখেছিল কোচি। কিন্তু লড়াই করা তো দূরে কথা, মাথা তুলে দাঁড়ানোর সুযোগটাও পায়নি মাহেলা জয়াবর্ধনের দল। ক্রিস গেইল আর তিলকরত্নে দিলশানের ‘ঝড়ে’ রীতিমতো বিধ্বস্ত হয়েছে কোচি।
গেইল-দিলশানের দিনে মাত্র ১৩.১ ওভার খেলে ৯ উইকেটের জয় পেয়েছে তাঁদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১২৫ রান তোলে কোচি। গেইলের তাণ্ডব দিয়ে ইনিংস শুরু বেঙ্গালুরুর—১৬ বলে ৪৪ রান! ৩টি চার আর ৫টি ছয় দিয়ে সাজানো গেইলের বিস্ময়কর ইনিংসটি। ৩১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন দিলশান।
কোচির বিপক্ষে জয়ের সুবাদে বেঙ্গালুরুর অর্জন ১০ ম্যাচে ১৩ পয়েন্ট। আজ রোববার পর্যন্ত দলটির অবস্থান আইপিএলের পয়েন্ট তালিকায় তৃতীয়। অন্যদিকে ১১ ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করা কোচির অবস্থান ষষ্ঠ।

No comments

Powered by Blogger.