আর্জেন্টিনার সাবেক স্বৈরশাসকের যাবজ্জীবন

আর্জেন্টিনার সর্বশেষ স্বৈরশাসক রেনাল্ডো বিগনোনেকে মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে গত বৃহস্পতিবার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটিতে ১৯৭৬ সাল থেকে ১৯৮৩ সালের সামরিক সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে।
৮৫ বছর বয়সী বিগনোনেকে অবৈধভাবে স্বাধীনতা হরণ ও রাজবন্দীদের নির্যাতনের দায়ে ইতিমধ্যে ২৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আর্জেন্টিনার ফকল্যান্ড যুদ্ধের শোচনীয় পরাজয়ের পর ১৯৮২ সালে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
২০০৫ সালে ক্ষমা প্রদর্শনের আইন বাতিলের পর আর্জেন্টিনার আদালত সামরিক সরকারের দুই শতাধিক নেতাকে দোষী সাব্যস্ত করেছে এবং ৮০০ সাবেক সামরিক কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

No comments

Powered by Blogger.