সিরিয়ায় বিক্ষোভকারীদের মুক্তির নির্দেশ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আটক শত শত বন্দীকে গত বৃহস্পতিবার মুক্তির নির্দেশ দিয়েছেন। এদিকে প্রেসিডেন্ট বাশার নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। গত বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।
অবশ্য কতজন বন্দীকে মুক্তি দেওয়া হবে কিংবা কতজন বন্দী কারাগারে আছেন, তা জানানো হয়নি। তবে কোনো অপরাধীকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু রাজনৈতিক সংস্কারের দাবিতে দেশটিতে বিক্ষোভ শুরুর পর থেকে যেসব বিক্ষোভকারীকে আটক করা হয়েছে, তাদেরই মুক্তি দেওয়া হবে। কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভকারীরা আবার ফুঁসে ওঠায় তাদের শান্ত করতে প্রেসিডেন্ট বাসার এ ধরনের ঘোষণা দিলেন বলে ধারণা করা হচ্ছে।
এক মাস ধরে সিরিয়ায় রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভ চলছে। দিন দিন এ বিক্ষোভ জোরদার হচ্ছে। লাখ লাখ মানুষ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে।
নতুন মন্ত্রিসভা গঠন: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার গত বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভা গঠন করেছেন। বেশ কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এর আগে সিরিয়ার মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করেন। এরপর বাশার সাবেক কৃষিমন্ত্রী আবদেল সাফারকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

No comments

Powered by Blogger.