ওয়েস্ট ইন্ডিজ দলে বিশু

ইনজুরিতে পড়া অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর বদলে ওয়েস্ট ইন্ডিজ দলে এনেছে গায়ানার লেগ স্পিনার দেবেন্দ্র বিশুকে। আইসিসির টেকনিক্যাল কমিটিও এই ক্রিকেটারের বদলিতে অনুমোদন দিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি বিশুর। তবে ঘরোয়া ক্রিকেটে নাম-ডাক রয়েছে তাঁর। ২০১০ সালের ক্যারিবীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতার সেরা খেলোয়াড় তিনি। গত অক্টোবরে এক ম্যাচে ১০টি উইকেটে শিকারের কৃতিত্বও আছে ২৫ বছর বয়সী এই লেগ স্পিনারের। আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে লড়াই ওয়েস্ট ইন্ডিজের। ওই ম্যাচে লড়তে কাল বুধবার ঢাকায় আসার কথা রয়েছে বিশুর।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাঁ হাঁটুতে চোট পান ডোয়াইন ব্রাভো। অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে এই অলরাউন্ডারকে। ব্রাভোর আগে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপ শেষ হয় আড্রিয়ান বারাথ ও কার্লটন বাফের।

No comments

Powered by Blogger.