তিউনিসিয়ায় দুই মন্ত্রীর পদত্যাগ

তিউনিসিয়ায় অন্তর্বর্তী সরকারের দুই মন্ত্রী গত সোমবার পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানুচির পদত্যাগের এক দিন পর তাঁরা দায়িত্ব ছাড়লেন।
পদত্যাগ করা মন্ত্রীরা হলেন শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ আফিফ চেলবি এবং পরিকল্পনা ও আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক মন্ত্রী মোহাম্মদ নুরি জুইনি। তাঁরা দুজনই বেন আলী সরকারের সময় মন্ত্রী ছিলেন। তাঁদের পদত্যাগের ফলে বর্তমান সরকার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর প্রভাবমুক্ত হলো।
সরকারবিরোধীরা গত শুক্র ও শনিবার প্রধানমন্ত্রী ঘানুচির পদত্যাগ ও নতুন সংবিধানের দাবিতে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করে। শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত তিন বিক্ষোভকারী নিহত হয়। পরের দিনই ঘানুচি পদত্যাগ করেন। কিন্তু তাঁর পদত্যাগের পরও বিক্ষোভকারীরা ক্ষান্ত হয়নি। তারা অন্তর্বর্তী সরকারে বেন আলীর আমলের সব মন্ত্রীর পদত্যাগ দাবি করে।

No comments

Powered by Blogger.