ওমানে বিক্ষোভকারীদের সড়ক অবরোধ

ওমানে চাকরি ও রাজনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভকারীরা গতকাল সোমবার সড়ক অবরোধ করেছে। রাজধানী মাসকাটের ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে প্রধান শিল্প এলাকা সোহারে গতকালের কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অধিকাংশই ছিল বেকার।
এর আগে গত রোববার ওই এলাকায় পুলিশের গুলিতে ছয়জন বিক্ষোভকারী নিহত হয়। অবশ্য এরই মধ্যে বেকারদের জন্য নতুন সুযোগ-সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া একটি নির্বাচিত উপদেষ্টা পরিষদকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, রোববার বিক্ষোভকারীরা একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করলে ছয়জন নিহত ও পাঁচজন আহত হয়।
তিউনেসিয়া, মিসর, ইয়েমেন, আলজেরিয়া ও লিবিয়ার পর এবার আরব বিশ্বের এই শান্ত দেশটিতে বিক্ষোভ শুরু হয়েছে।
ওমানের বিক্ষোভকারীরা বলছেন, তাঁরা ১৯৭০ সাল থেকে ক্ষমতাসীন সুলতান কাবুসের শাসনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছেন না। তাঁরা শুধুই চাকরি ও রাজনৈতিক সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছেন।
তাঁদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে কাবুস ৫০ হাজার নাগরিকের জন্য চাকরি ও বেকারভাতার ঘোষণা দিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওএনএ গত রোববার সুলতানের এই ঘোষণা প্রকাশ করেছে।

No comments

Powered by Blogger.