সামরিক হামলার হুমকি উত্তর কোরিয়ার

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়ার জবাবে উত্তর কোরিয়া গতকাল মঙ্গলবারও সামরিক হামলার হুমকি দিয়েছে। পিয়ংইয়ং বলেছে, এ মহড়া উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতির ষড়যন্ত্র। অন্যদিকে সিউল ও ওয়াশিংটন বলছে, এ মহড়া প্রকৃতিগতভাবে প্রতিরক্ষামূলক।
পিয়ংইয়ং জানিয়েছে, ‘দুই দেশের মধ্যে সংলাপ ও উত্তেজনা প্রশমনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। আর সামরিক হামলার কারণে সব পরিণামের জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি দায়ী থাকবে। তবে সংলাপ কিংবা যুদ্ধ—এ দুয়ের জন্যই উত্তর কোরিয়া প্রস্তুত আছে।’

No comments

Powered by Blogger.