শেয়ার কিনতে ৫ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে সরকারি তহবিল

সরকার শেয়ার কেনার জন্য দেশের রাষ্ট্রায়ত্ত পাঁচটি প্রতিষ্ঠানকে তহবিল দিচ্ছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এদেরকেই এই তহবিল দেওয়া হবে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কেনার জন্য সরকার আইসিবিকে ২০০ কোটি টাকা দেবে। সরকার বাকি চারটি প্রতিষ্ঠানকে শেয়ার কেনার নিদেশ দিয়েছে।

No comments

Powered by Blogger.