কাবুলে বিপণিকেন্দ্রে বোমা হামলায় নিহত ২

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিপণিকেন্দ্রে আত্মঘাতী বোমা হামলায় দুই নিরাপত্তাকর্মী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তালেবান জঙ্গিদের এক আত্মঘাতী সদস্য কাবুল সিটি সেন্টার নামের ওই বিপণিকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। প্রবেশমুখে নিরাপত্তাকর্মীরা তাঁকে বাধা দিলে একপর্যায়ে তিনি বোমার বিস্ফোরণ ঘটান। এতে দুই নিরাপত্তাকর্মী ঘটনাস্থলেই নিহত হন, অপর দুজন আহত হন।
এর আগে কাবুল পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান মোহাম্মদ জহির বার্তা সংস্থা এএফপিকে জানান, কাবুল সিটি সেন্টারের প্রবেশমুখে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি ঘটনাস্থলে পৌঁছার পথে গুলির শব্দও শুনতে পান। বিপণিকেন্দ্রের ভেতরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
বহুতল ভবনের ওই বিপণিকেন্দ্র আফগানিস্তানের প্রথম আধুনিক ধাঁচের বিপণিকেন্দ্র। বিপণিকেন্দ্রের ষষ্ঠ তলায় আবাসিক হোটেল রয়েছে। সেখানে প্রায়ই পশ্চিমা নাগরিকেরা ওঠে।
ধারণা করা হচ্ছে, ওই পশ্চিমা নাগরিকদের ওপর হামলার পরিকল্পনা করেছিল তালেবান জঙ্গিরা।

No comments

Powered by Blogger.