শেয়ারবাজারে বিনিয়োগ হবে আরও ২০০ কোটি টাকা

শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আগামী রোববার থেকে আরও ২০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদন দেওয়া ১১টি মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশের বিনিয়োগের মাধ্যমে এই টাকা জোগান দেওয়া হবে। আজ মঙ্গলবার এসইসি উদ্যোক্তা অংশের টাকা তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ার ক্রয়ে বিনিয়োগের অনুমতি দেয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সাইফুর রহমান জানান, তারল্য সংকট কাটিয়ে উঠতে এসইসি এই উদ্যোগ নিয়েছে। ইতিপূর্বে যেসব মিউচুয়াল ফান্ডের অনুমোদন দেওয়া হয়েছিল, কিন্তু তাদের শেয়ার এখনো বাজারে আসেনি, তারা আগামী রোববার থেকে উদ্যোক্তা অংশের টাকা দিয়ে শেয়ার কিনতে পারবে। অনুমোদন পাওয়া এসব মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপকদের আবেদনের পরিপ্রেক্ষিতে এসইসি বিনিয়োগের অনুমোদন দেয়।
এর ফলে শেয়ারবাজারের তারল্য প্রবাহ বাড়বে বলে আশা করছে এসইসি, যা শেয়ারের দামে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সাইফুর রহমান জানান।
যেসব মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশ আগামী রোববার থেকে পুঁজিবাজারে শেয়ার ক্রয়ে বিনিয়োগ করবে, সেগুলো হচ্ছে সোনালি ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা অংশ ২৫ কোটি টাকা, ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড ২৫ কোটি টাকা, এলআর গ্লোবাল ফার্স্ট ইসলামি মিউচুয়াল ফান্ড ২০ কোটি টাকা, এনসিসি ব্যাংক লিমিটেড প্রথম মিউচুয়াল ফান্ড ১৫ কোটি টাকা, এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১০ কোটি টাকা, রূপালী লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০ কোটি টাকা, প্রাইম ফাইন্যান্স দ্বিতীয় মিউচুয়াল ফান্ড ২০ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২৫ কোটি টাকা, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০ কোটি টাকা ও ইস্টার্ন ব্যাংক এনআরবি মিউচুয়াল ফান্ড ১৫ কোটি টাকা।
এ ছাড়া গতকাল সোমবার এসইসির অনুমোদন পাওয়া ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ২০০ কোটি টাকার উদ্যোক্তা অংশ আজ থেকেই পুঁজিবাজারের তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়ে বিনিয়োগ শুরু করেছে।

No comments

Powered by Blogger.