নামের পদবি ধরে রাখতে জাপানে নারীদের মামলা

জাপানের একদল নারী নামের পদবিবিষয়ক প্রচলিত একটি আইনকে চ্যালেঞ্জ করে গতকাল সোমবার আদালতে মামলা করেছে। উনিশ শতকে পাস হওয়া ওই আইন অনুযায়ী সব জাপানি নারীকে বিয়ের পর মা-বাবার পারিবারিক নামের পদবি বাদ দিয়ে স্বামীর নামের পদবি গ্রহণ করতে হয়।
টোকিওর ডিস্ট্রিক্ট কোর্টে করা এ মামলাকে নারীদের অধিকার আদায়ের ক্ষেত্রে একটি পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। এ মামলার বাদী হয়েছেন চার নারী ও তাঁদের একজনের স্বামী।
জাপানের বেসামরিক বিধির শর্ত অনুসারে প্রত্যক বিবাহিত দম্পতির একজনকে অপরজনের নামের পদবি গ্রহণ করতে হয়। তবে নামের পদবি গ্রহণের চর্চাটা সর্বদা নারীরাই করে থাকে। তবে কিছু পুরুষও স্ত্রীর নামের পদবি গ্রহণ থাকে।
মামলার একজন বাদীর নাম কিয়োকো সুকামোতো (৭৫)। তিনি বলেন, ‘আমি কিয়োকো সুকামোতো নাম নিয়েই মরতে চাই।’ যদিও সরকারি কাগজপত্রে তাঁর পদবি কোজিমা (স্বামীর নামের পদবি)। তবে তিনি বেসরকারিভাবে কিয়োকো সুকামোতো নামটিই ব্যবহার করে থাকেন।

No comments

Powered by Blogger.