কয়েক দিনের মধ্যে জরুরি অবস্থা তুলে নিচ্ছে আলজেরিয়া

আলজেরিয়ায় আগামী কয়েক দিনের মধ্যে ১৯ বছরের জরুরি অবস্থার অবসান ঘটতে যাচ্ছে। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মুরাদ মেদেলসি গতকাল সোমবার এ কথা জানান।
১৯৯২ সাল থেকে আলজেরিয়ায় জরুরি অবস্থা বিদ্যমান। জরুরি অবস্থা তুলে নেওয়ার জন্য বিরোধীদের পক্ষ থেকে চাপের মধ্যে ছিল সে দেশের সরকার। সম্প্রতি মিসর ও তিউনিসিয়ার ঘটনা থেকে উৎসাহিত হয়ে বিরোধীরা সরকারকে এই চাপ দিচ্ছিল।
কয়েক শ বিক্ষোভকারী গত শনিবার রাজধানী আলজিয়ার্সে বিক্ষোভ করে। বিরোধী গোষ্ঠীগুলো জানায়, সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তারা প্রতি সপ্তাহের শেষের দিকে বিক্ষোভ করবে। ফ্রেঞ্চ রেডিও স্টেশন ইউরোপ-ওয়ানের এক সাক্ষাৎকারে মুরাদ মেদেলসি বলেন, ‘আগামী দিনগুলোতে আমরা রাষ্ট্রের জরুরি অবস্থা নিয়ে আলোচনা করব।’

No comments

Powered by Blogger.