ব্যাটসম্যানরা ঠিকভাবে অনুশীলন করেননি: ধোনি

স্বপ্নটা ছিল অনেক বড়ই। দক্ষিণ আফ্রিকাকে তাঁদের মাটিতে বধ করা। টেস্ট সিরিজে জয়-পরাজয় কোনোটারই নিষ্পত্তি না হলেও ওয়ানডে সিরিজটা হেরেই বসে আছে ভারত। বিশ্বকাপের আগে সিরিজ পরাজয়, ব্যাটসম্যানদের ফর্মহীনতা—ক্রিকেটের সবচেয়ে বড় আসরে প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নেরই মুখোমুখি এখন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে, ধোনি দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ পরাজয়ের কোনো প্রভাব বিশ্বকাপে পড়বে না বলেই মনে করেন। ধোনি জানিয়েছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিশ্বকাপে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটবে না।’
বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ নিয়ে কম গর্ব নেই ভারতের। দলটিতে শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানরা রয়েছেন। যদিও ইনজুরি এই সিরিজে শেবাগ-গম্ভীরকে খেলতে দেয়নি, টেন্ডুলকারকে মাঝপথে থামিয়ে দিয়েছে, এর পরও ব্যাটিংটা যে ভয়াবহ খারাপ হয়েছে, মানছেন ধোনিও। সাম্প্রতিককালে ভারতের ব্যাটিং এতটা নড়বড়ে কখনোই মনে হয়নি, যতটা না হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এ ব্যাপারে ঢাল হিসেবে ধোনি স্বীকার করেছেন, ভারতীয় ব্যাটসম্যানদের অনুশীলন-স্বল্পতার কথা। জানিয়েছেন, অনেক শীর্ষ ব্যাটসম্যানই নাকি ঠিকমতো অনুশীলন করেননি। অথচ বছরে ৩০-৩৫টি করে ওয়ানডে খেলার অভিজ্ঞতা তাঁদের! পরিস্থিতি বুঝে ব্যাটিং করা যাঁদের কাছে কোনো ব্যাপারই নয়। তবে এর পাশাপাশি ধোনি বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার উইকেট ভারতীয় ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল না।’
ব্যাটসম্যানদের সমালোচনায় বিদ্ধ করলেও এই দলের বাইরেই রাখলেন ইউসুফ পাঠানকে। তিনি বলেছেন, ‘ব্যাটিংটা কীভাবে করতে হয়, অন্যরা ইউসুফের কাছ থেকে শিখতে পারে। সে প্রতি ম্যাচেই কয়েকটা বল খেলেই পরেরগুলো থেকে সপাটে চালিয়েছে। চাইলে এই উইকেটে যে শট খেলা যায়, সেটা ইউসুফ দেখিয়েছে।’

No comments

Powered by Blogger.