আইভরি কোস্টে কোকো রপ্তানি বন্ধের নির্দেশ ওয়াতারার

আইভরি কোস্টের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতা আলাসেন ওয়াতারা গতকাল সোমবার থেকে এক মাসের জন্য কোকো ফল ও কফি রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ওয়াতারার কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিশ্বের সর্ববৃহৎ কোকো উৎপাদনকারী দেশের সরকার এক মাসের জন্য কোকো ও কফি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্তের কথা উৎপাদনকারীদের জানিয়েছে। আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে ধরে নেওয়া হবে সংশ্লিষ্ট উৎপাদনকারী ও রপ্তানিকারক লরা বাগবোর অবৈধ শাসনব্যবস্থায় অর্থের জোগান দিচ্ছে। গত ২৮ নভেম্বর আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির স্বাধীন নির্বাচন কমিশন বিরোধী প্রার্থী ওয়াতারাকে জয়ী ঘোষণা করে। তবে প্রেসিডেন্ট বাগবো নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ক্ষমতা ধরে রেখেছেন।

No comments

Powered by Blogger.