তদন্ত চলার সময়ও যৌনকর্মীর পাওনা মেটান বেরলুসকোনি

তদন্ত চলাকালীন সময়েও ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি এক যৌনকর্মীর পাওনা পরিশোধ করেছেন বলে নতুন প্রমাণ মিলেছে। প্রধানমন্ত্রীর হিসাব থেকে ১৭ জানুয়ারি মডেল ও যৌনকর্মী আলেসান্দ্রা সর্সিনেলিকে ১০ হাজার ইউরো দেওয়া হয়।
অপ্রাপ্তবয়স্ক যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং তা ঢাকতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগের তদন্ত শুরুর মাত্র চার দিন পরই এ ঘটনা ঘটে। আলেসান্দ্রার ব্যাংক হিসাবের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ১১ জানুয়ারি ২০১০ থেকে ১৭ জানুয়ারি ২০১১ পর্যন্ত প্রধানমন্ত্রীর হিসাব থেকে ১৩ কিস্তিতে আলেসান্দ্রাকে মোট এক লাখ ১৫ হাজার ইউরো দেওয়া হয়েছে। একটি সংবাদপত্রের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অর্থ একটি প্রাথমিক স্কুলশিক্ষকের বার্ষিক বেতনের চার গুণ।
পুলিশ মিলান শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে আলেসান্দ্রাসহ বিভিন্ন নারীর সঙ্গে বেরলুসকোনির অন্তরঙ্গ মুহূর্তের ছবি উদ্ধারের পর প্রধানমন্ত্রীর কেলেঙ্কারির ঘটনা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

No comments

Powered by Blogger.