ইনজুরিতে গ্রায়েম সোয়ান

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজ জয়ের আনন্দে ভাসছিল ইংল্যান্ড শিবির। কিন্তু তার পরই সাত ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ হেরে সেই আনন্দ অনেকখানিই মিইয়ে গেছে। তার ওপর ইংল্যান্ডের জন্য নতুন দুঃসংবাদ বয়ে এনেছেন দলের স্পিন অস্ত্র গ্রায়েম সোয়ান। পিঠের ইনজুরির কারণে বাকি চারটা ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে তাঁকে।অ্যাশেজ সিরিজ চলাকালেই হাঁটুর ইনজুরির কারণে কিছুটা সমস্যায় ভুগছিলেন সোয়ান। নতুন করে পিঠের এই ব্যথা শুরু হওয়ায় তাঁকে নিয়ে আর ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড। কারণ আর কয়েক দিন পরই ভারতীয় উপমহাদেশে শুরু হতে যাওয়া বিশ্বকাপে সোয়ানই হবেন ইংল্যান্ড বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। কোচ অ্যান্ডি ফ্লাওয়ার সাংবাদিকদের বলেছেন, ‘সোয়ানের হাঁটুর আগের সমস্যাটার সঙ্গে এই পিঠের ব্যথা যোগ হওয়ায় তাঁকে আগেভাগেই দেশে ফিরে যেতে হচ্ছে। এখন বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়াটাই তাঁর জন্য বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের জন্য অবশ্যই একটা বড় ঘাটতি। সে একজন বিশ্বমানের ক্রিকেটার আর দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু এ ধরনের ঘটনা ঘটেই থাকে।’
তবে অস্ট্রেলিয়া সফরের বাকি ম্যাচগুলোয় না থাকতে পারলেও বিশ্বকাপের আগেই সোয়ান পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন বলে আশা করছেন ফ্লাওয়ার।

No comments

Powered by Blogger.