আরও চারটি পত্রিকা উইকিলিকসের তথ্য প্রকাশ করবে

নরওয়ের দৈনিক আফটেনপোস্টেনসহ আরও চারটি পত্রিকা উইকিলিকসের গোপন তথ্য প্রকাশ করবে। সুইডিশ দৈনিক সভেনস্কা দাগব্লাদেত-এর নির্বাহী পরিচালক মার্টিন জনসন জানান, নরওয়ের দৈনিক আফটেনপোস্টেনসহ ডেনমার্ক, জার্মানি ও সুইডেনের চারটি বহুল প্রচারিত পত্রিকা উইকিলিকসের তথ্য প্রকাশ করবে।
জনসন জানান, অপর তিনটি পত্রিকা হচ্ছে, সুইডিশ দৈনিক সভেনস্কা দাগব্লাদেত, জার্মানির দাই ওয়েল্ত ও ডেনমার্কের পলিতিকেন। তিনি বলেন, নথির পরিমাণ অনেক বেশি হওয়ায় কৌশলগত দিক থেকে দলবদ্ধভাবে কাজ করলে এসবের প্রকাশকাজ সহজ হবে।এর আগে সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকস গোপন নথি ধীরে ধীরে প্রকাশের জন্য পাঁচটি বৃহৎ পত্রিকা নিউইয়র্ক টাইমস, ফ্রান্সের লা মঁদ, স্পেনের এল পাইস, ব্রিটেনের দ্য গার্ডিয়ান ও জার্মানির দের স্পিগেল-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়। আফটেনপোস্টেন গত ডিসেম্বরের শেষ সময় থেকে উইকিলিকসের গোপন নথি প্রকাশ শুরু করে।বর্ষসেরা অ্যাসাঞ্জ: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বর্ষসেরা অ-অস্ট্রেলীয় (আন অস্ট্রেলিয়ান) নির্বাচিত করেছে অস্ট্রেলিয়ার একটি ম্যাগাজিন। লাখ লাখ গোপন মার্কিন কূটনৈতিক নথি ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেওয়ায় তাঁকে এ সম্মানে ভূষিত করে ম্যাগাজিনটি।

No comments

Powered by Blogger.