সালমান তাসিরের আত্মস্বীকৃত খুনি আদালতে

পাকিস্তানের পাঞ্জাবের গভর্নর সালমান তাসিরের আত্মস্বীকৃত খুনি তাঁর দেহরক্ষী মালিক মুমতাজ হোসেইন কাদরিকে কড়া নিরাপত্তার মধ্যে গতকাল সোমবার আদালতে হাজির করা হয়েছে। বিচারের প্রাথমিক শুনানির জন্য তাঁকে রাওয়ালপিন্ডির আধিয়ালা কারাগারের আদালতে নেওয়া হয়।
ব্লাসফেমি আইনের বিরুদ্ধে সোচ্চার এই গভর্নর গত ৪ জানুয়ারি নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন।
সালমান তাসিরের মৃত্যুতে পাকিস্তানজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রক্ষণশীল ধর্মীয় অনেক সংগঠনের কর্মীরা রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে এবং কাদরির পক্ষে স্লোগান দেয়।
গতকাল কাদরিকে বিচারের জন্য আদালতে হাজির করা হলে জেলখানার বাইরে একটি ইসলামি যুবদলের প্রায় ৩৫ জন সমর্থক সমবেত হয়। তারা কাদরির পক্ষে স্লোগান দিতে থাকে।
কাদরির আইনজীবী সুজা রহমান বলেন, তদন্ত প্রতিবেদন উপস্থাপন করার পর শুনানির ওপর ১ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ দেন আদালত। তিনি বলেন, ‘আমরা কারাগারে কাদরির সঙ্গে দেখা করেছি। তাঁকে একটি নির্জন কক্ষে রাখা হয়েছে, যা নির্যাতনের আরেক রূপ।

No comments

Powered by Blogger.