নড়াইলে বিক্ষোভ মিছিল আজ হরতাল

খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলের মতো। এ-কান ও-কান হতে হতে মুহূর্তেই জেনে যায় পুরো শহর। কোনো পূর্বপ্রস্তুতি ছিল না। তার পরও কয়েক মিনিটের মধ্যে বের হয় কয়েক শ যুবকের বিক্ষোভ মিছিল। সবার কণ্ঠে স্লোগান—‘মানি না, মানব না।’
এই না-মেনে নেওয়ার স্লোগানটি উঠেছে বিশ্বকাপের দল থেকে মাশরাফি বাদ পড়ায়। ‘নড়াইল এক্সপ্রেস’-এর বিশ্বকাপ-স্বপ্ন এভাবে ধূলিস্মাৎ হতে দেখাটা মানতে পারেনি তাঁর নিজের শহর। কাল দিনভর বিক্ষোভ-মিছিল করে তারই প্রতিবাদই জানিয়েছে নড়াইলবাসী। আজ শহরে ডাকা হয়েছে হরতালও। মাশরাফির প্রতি নড়াইলবাসীর ভালোবাসা প্রবল বলেই সেখানে যুক্তির চেয়ে আবেগের দামটা বেশি। আবেগতাড়িত বলেই নির্বাচকদের কুশপুতুল পোড়ানোর মচ্ছবে স্লোগান উঠেছে কোচ জেমি সিডন্সের বিরুদ্ধেও। যদিও জাতীয় দলের অস্ট্রেলিয়ান কোচ নির্বাচক কমিটির কেউ নন।
দুঃখ-শোক মাশরাফির পরিবারেও। যদিও তাঁর বাবা গোলাম মুর্তজা স্বপন ও মা হামিদা মুর্তজা কোনো মন্তব্য করতে রাজি হননি। এই দুঃখ প্রকাশের ভাষা আসলে জানা নেই তাঁদের। মাশরাফিকে বাদ দেওয়ায় পঞ্চগড়ে আজ মানববন্ধন কর্মসূচির ঘোষণা করেছে তাঁর ভক্তরা।

No comments

Powered by Blogger.