বন্যায় ভিক্টোরিয়ার ৫৮ শহর প্লাবিত

কুইন্সল্যান্ডের পর এবার বন্যায় আক্রান্ত হলো অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ভিক্টোরিয়া। রাজ্যের ৫৮টি শহর এর মধ্যে প্লাবিত হয়েছে। এ রাজ্যের কেরাং শহরের বাসিন্দাদের অবিলম্বে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। হরশ্যাম শহরের কাছে পানিতে ডুবে মারা গেছে এক বালক।
এদিকে বন্যার পানি কমে যাওয়ায় কুইন্সল্যান্ডের লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছে। এখানে বন্যায় নিহতদের কবর দেওয়া শুরু হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ গতকাল বুধবার কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন সফর করেছেন।
কেরাং শহরের কর্মকর্তারা বলেন, লোডেন নদীর পানি ক্রমে বাড়ছে। সে জন্য শহরের বাসিন্দাদের উচিত নদীর পানি আরও বাড়ার আগেই নিরাপদ জায়গায় চলে যাওয়া।
রাজ্যের জরুরি পরিষেবা সংস্থার পক্ষ থেকে গতকাল কেরাং শহরের আড়াই হাজার লোকের কাছে জরুরি বার্তা পাঠানো হয়েছে। বার্তায় তাদের অবিলম্বে ওই শহর ছেড়ে অন্যত্র চলে যেতে বলা হয়েছে। শহরের মেয়র ম্যাক্স ফেরিং স্কাই নিউজকে বলেছেন, বন্যায় আক্রান্তদের আশ্রয় দেওয়ার মতো অনেক উঁচু জায়গা কেরাং শহরে আছে। তাদের সামাল দেওয়ার মতো যথেষ্ট সম্পদও আছে। কিন্তু এর পরও বাড়িঘর পুরোপুরি প্লাবিত না হওয়া পর্যন্ত খুব কমসংখ্যক লোক নিরাপদ জায়গায় আশ্রয় নেবে বলে তিনি মনে করেন।

No comments

Powered by Blogger.