আফগানিস্তানে চলতি বছর ৭০০ বিদেশি সেনা নিহত

আফগানিস্তানে ২০১০ সালে ৭০০ বিদেশি সেনা নিহত হয়েছে। ২০০১ সালে দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন অভিযান শুরু হওয়ার পর দেশটিতে বিদেশি সেনার প্রাণহানির সংখ্যা এ বছর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
অভিযান শুরুর পর এ পর্যন্ত দেশটিতে দুই হাজার ২৭০ জন বিদেশি সেনা নিহত হয়েছে। এদের দুই-তৃতীয়াংশই মার্কিন সেনা। ২০০৯ সালে আফগানিস্তানে ৫২১ জন বিদেশি সেনা নিহত হয়েছিল।
২০১০ সালে আফগানিস্তানে বিদেশি সেনা নিহত হওয়ার সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি দেশটিতে এ বছর আফগান সেনা ও পুলিশের প্রাণহানির সংখ্যাও বেড়েছে। এ ছাড়া ২০১০ সালে তালেবান জঙ্গিদের হাতে সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
২০১৪ সাল নাগাদ দেশটির নিরাপত্তার দায়িত্ব স্থানীয় পুলিশ ও সেনাদের হাতে ন্যস্ত হবে বলে সিদ্ধান্ত হয়েছে লিসবন বৈঠকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা প্রতিশ্রুতি দিয়েছেন, ২০১১ সালের জুলাই মাস নাগাদ আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হবে।

No comments

Powered by Blogger.