বিজয় দাবি করছে প্রধান দুই দলই

কসোভোর পার্লামেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রধান দুই দলই নির্বাচনে নিজেদের বিজয়ী দাবি করেছে। ফলে সেখানে রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ২০০৮ সালে স্বাধীনতা ঘোষণার পর কসোভোয় গত রোববার প্রথম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে থাচি দাবি করেন, নির্বাচনে তাঁরা দল জয়ী হয়েছে।
এদিকে প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক লিগ অব কসোভো (এলডিকে) দাবি করেছে, নিজেদের হিসাব অনুযায়ী নির্বাচনে তারাই এগিয়ে আছে।
দুটি নিরপেক্ষ বেসরকারি সংস্থার বুথ ফেরত জরিপ অনুযায়ী এগিয়ে আছেন প্রধানমন্ত্রী হাশিম থাচি।

No comments

Powered by Blogger.