শেষ ষোলোয় চোখ ইন্টার-বার্সার

কারা খেলবে নকআউট পর্বে? ৩ ম্যাচ শেষেই শুরু হয়ে গেছে এই হিসাব-নিকাশ। আজ জিতলেই যে দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বে উঠে যাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান, ২০০৯-এর ইউরোপ-সেরা বার্সেলোনা এবং গতবারের সেমিফাইনালিস্ট লিওঁ।
তিনটি দলই আজ খেলবে প্রতিপক্ষের মাঠে। ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার যাচ্ছে ইংল্যান্ডে টটেনহামের মাঠে। বার্সেলোনা খেলবে ড্যানিশ ক্লাব এফসি কোপেনহেগেনের মাঠে। আর ফরাসি অলিম্পিক লিওঁকে আতিথ্য দেবে পর্তুগালের বেনফিকা।
হোসে মরিনহোর অধীন ৪৫ বছর পর ইন্টার মিলান চ্যাম্পিয়নস লিগের মুকুট পরেছে গত মৌসুমে। নতুন কোচ রাফায়েল বেনিতেজের ইন্টারও এবার ভালোই খেলছে। ৩ ম্যাচ থেকে ৭ পয়েন্ট পাওয়া ইন্টার নকআউট পর্বটাও দেখতে পাচ্ছে। তবে এর আগে গ্রুপ পর্বে সবচেয়ে বড় পরীক্ষাটা আজই দিতে হচ্ছে গত মৌসুমে ট্রেবলজয়ী ইতালিয়ানদের।
পরীক্ষা দিতে হচ্ছে বেনিতেজকেও। ইন্টার ও বেনিতেজের পরীক্ষার নাম টটেনহাম, পরীক্ষার নাম গ্যারেথ বেল। লিভারপুল ছাড়ার পর এই প্রথম ইংল্যান্ডে ফিরছেন বেনিতেজ। প্রথম ফিরছেন টটেনহামে। যে দলের বিপক্ষে লিভারপুলের হয়ে শেষ তিন ম্যাচেই হেরে ফিরেছিলেন তিনি। যদিও ইন্টারের সর্বশেষ ইংল্যান্ড সফরটা আনন্দেরই ছিল। গত মৌসুমে শেষ ষোলোর লড়াইয়ে চেলসিকে তারা হারিয়েছিল ১-০ গোলে।
১৩ দিন আগে নিজেদের মাঠ সান সিরোতে ৪-০ গোলে এগিয়ে যাওয়ার পরও টটেনহামের বিপক্ষে তাদের জয়টা ছিল ৪-৩ গোলে। হ্যাটট্রিক করেছিলেন উইংব্যাক গ্যারেথ বেল। এবার নিজেদের মাঠে বেল-উজ্জীবনী মন্ত্রে টটেনহামের তো আরও তেড়েফুঁড়ে খেলার কথা।
এই ওয়েলশ ফুটবলারকে নিয়ে ইন্টার মিলানের সত্যিই দুশ্চিন্তা! ক্লাব সভাপতি মাসিমো মোরাত্তির কথায়ই রয়েছে সেই ইঙ্গিত, ‘বেল দুর্দান্ত খেলেছে আগের ম্যাচটিতে। ওকে আগেই আমরা নজরে রেখেছিলাম। কিন্তু এখন দেখছি আরও খেয়াল রাখতে হবে।’
বার্সেলোনায় দুশ্চিন্তা নেই, বরং প্লে-মেকার জাভি হার্নান্দেজকে ফিরে পাওয়ার আনন্দ নিয়েই তারা খেলবে কোপেনহেগেনের মাঠে। চোটের অস্বস্তিটা পুরোপুরি না গেলেও হয়তো খেলবেন বলেই জানিয়েছেন জাভি, ‘আমাকে প্রায় শতভাগ ফিটই মনে হচ্ছে নিজের কাছে।’
জাভিকে পাওয়া ছাড়াও ফুরফুরেই থাকার কথা বার্সেলোনার। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে থাকা বার্সার আজকের প্রতিপক্ষ নিজের কিংবা অন্যের মাঠে কখনোই কোনো স্প্যানিশ প্রতিপক্ষকে হারাতে পারেনি। স্প্যানিশ প্রতিপক্ষের বিপক্ষে ড্যানিশ দলটির সবচেয়ে ভালো ফল ১-১ ড্র। যেটা তারা করেছিল ১৯৯৭-৯৮-এর উয়েফা কাপে রিয়াল বেটিসের সঙ্গে।
প্রতিপক্ষের মাঠে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডও। তবে তুরস্কের ক্লাব বুরসাসপরের বিপক্ষে এ ম্যাচ নিয়ে কোনো চিন্তা থাকার কথা নয় ইংলিশ পরাশক্তির। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ৮টি অ্যাওয়ে ম্যাচের ৭টিতেই জিতেছে অ্যালেক্স ফার্গুসনের দল।

No comments

Powered by Blogger.