মুরালিতে রোমাঞ্চিত সাঙ্গাকারা

আইপিএলের এবারের আসর কোনো কারণে মিস করেছেন? তাহলে মিস করেছেন ফাইনালে মুত্তিয়া মুরালিধরনের বোলিংও। আফসোস করবেন না, মুরালি আবার আসছেন; চেন্নাই-টেন্নাই নয়, শ্রীলঙ্কার হয়েই। টেস্ট ক্রিকেট নয়, ওয়ানডেতে!
শ্রীলঙ্কার অস্ট্রেলিয়া সফরের দলে এই স্পিন জাদুকরের উপস্থিতি ক্রিকেট-ভক্তদের রোমাঞ্চিত তো করবেই। রোমাঞ্চিত খোদ শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারাও। তিনি বলছেন, মুরালির মতো বোলার যত দিন উপভোগ করবেন, যে ফরম্যাটে খুশি খেলে যেতে পারেন, ‘আমরা চাই ও নিজেকে উপভোগ করুক। যতদিন ও চাইবে, খেলে যাবে। ওকে খেলতে দেখাটাই তো বিরাট আনন্দের ব্যাপার! দলে ওর উপস্থিতি আমাদের মনোবল বাড়িয়ে দেয়।’
অবশ্য ওয়ানডে সিরিজ খেলতে যেখানে যাচ্ছেন, সেই অস্ট্রেলিয়ায় মুরালির অভিজ্ঞতাটা বেশ অপ্রীতিকরই। এখানেই আম্পায়ার, সমর্থক থেকে শুরু করে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পর্যন্ত বাজে অভিজ্ঞতার শিকার হয়েছেন তিনি।
সাঙ্গাকারার অবশ্য মনে হয় না, অস্ট্রেলীয়দের এসব আচরণ মুরালির ওপর কোনো প্রভাব ফেলবে।

No comments

Powered by Blogger.