ডিএসই: আজ বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। বেড়েছে সাধারণ মূল্যসূচকও।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ব্যাংকিং খাতসহ বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। তবে কয়েকটি খাতে মিশ্র অবস্থা দেখা গেছে।
চাঙাভাবের মধ্য দিয়ে আজ শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। দুপুর ১২টা নাগাদ সাধারণ মূল্যসূচক প্রায় ৪৮ পয়েন্ট বেড়ে ৭৫২৫ পয়েন্টে দাঁড়ায়। দুপুর দুইটা পর্যন্ত ৫৬ পয়েন্ট বাড়ে। বিকেল তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক ৪৫.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৫২২.৩৮ পয়েন্টে।
ডিএসইতে আজ ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৪টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটির।
আজ মোট এক হাজার ৯০৮কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৮৫ কোটি টাকা কম।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো— তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, সামিট পাওয়ার, বেক্সিমকো ও সোস্যাল ইসলামী ব্যাংক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে সাফকো স্পিনিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া আম্বি ফার্মা, কেয়া ডিটারজেন্ট, ফার্মা এইডস ও কেয়া কসমেটিকস দাম বৃদ্ধির শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ সর্বাধিক কমেছে মুন্নু স্টাফলারের শেয়ারের দাম। এছাড়া লিব্রা ইনফিউশনস, এইচআর টেক্সটাইল, চতুর্থ আইসিবি মিউচুয়াল ফান্ড ও সিঙ্গার বাংলাদেশ দাম কমে যাওয়া শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ ডিএসইর বাজার মূলধন ৩,২৬,০২৮ কোটি টাকা।

No comments

Powered by Blogger.