রুনির সিদ্ধান্তে হতাশ ফার্গুসন

গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। স্বয়ং অ্যালেক্স ফার্গুসন স্বীকার করেছেন, ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ওয়েইন রুনি। কাল নাটকীয় এক সংবাদ সম্মেলনে ম্যানইউ কোচ বলেছেন, রুনির সিদ্ধান্তে তিনি হতাশ এবং যারপরনাই দুঃখ পেয়েছেন।
কিছুদিন ধরেই বাতাসে ভেসে বেড়াচ্ছিল ওল্ড ট্র্যাফোর্ডে আর থাকতে চান না রুনি। শনিবার প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে রুনিকে সেরা একাদশে রাখেননি ফার্গুসন। ম্যাচ শেষে ফার্গুসন বলেছিলেন, রুনির গোড়ালির চোট। কিন্তু রুনি সংবাদমাধ্যমে খোলাখুলি বলে দেন, তিনি পুরোপুরি ফিট। এর পরই এল কালকের ঘোষণা। রুনির মনোভাব জানতে তাঁর সঙ্গে আলোচনায় বসেছিলেন ফার্গুসন। সেই আলোচনার ফলাফল জানালেন কাল, ‘তার নিজের মতো করেই সে বলেছে, সে ক্লাব ছাড়তে চায়। শুনে আমি বড়সড় একটা ধাক্কা খেয়েছি, বিশ্বাসই করতে পারছিলাম না। এর আগের আলোচনায়, সম্ভবত মার্চে, সে বলেছিল আজীবন এই ক্লাবে থাকতে চায়, এটাই নাকি বিশ্বের সেরা ক্লাব।’
তবে এখনই হাল ছেড়ে দিচ্ছেন না ফার্গুসন। আশা করছেন বদলে যাবে তারকা স্ট্রাইকারের মনোভাব, ‘আমরা বুঝতে পারছি না ও কেন এমন করছে। এই ক্লাবে আসার পর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সব ব্যাপারেই আমরা ওকে অনেক সাহায্য করেছি। তবে আমাদের সব দরজাই খোলা রাখতে হবে, কারণ, সে দুর্দান্ত ফুটবলার।’

No comments

Powered by Blogger.