উত্তরা ফিন্যান্সের রাইট শেয়ার অনুমোদন করেছে এসইসি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আজ বুধবার উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের তিনটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে। কমিশনের ৩৬১তম সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
আনোয়ারুল কবির আরও জানান, প্রতিষ্ঠানটির রাইট শেয়ার হবে ৩ঃ১। ১০ টাকা মূল্যের প্রতিটি শেয়ারের দাম হবে ৩০ টাকা, এক্ষেত্রে প্রিমিয়াম থাকবে ২০ টাকা। প্রতিষ্ঠানটি রাইট হিসেবে মোট এক কোটি ৩২ লাখ শেয়ার ছাড়বে।

No comments

Powered by Blogger.