কাশ্মীরের কিছু অংশে আবার কারফিউ

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু অংশে গতকাল শুক্রবার আবারও কারফিউ জারি করা হয়েছে। ভারত শাসনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী এক নেতার নতুন করে বিক্ষোভ আহ্বানের পর এই কারফিউ জারি করল ভারতের নিরাপত্তা বাহিনী।
কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে কিছু অংশে ও উত্তরাঞ্চলীয় জেলা বারামুল্লা ও কুপওয়ারার কিছু এলাকায় এই কারফিউ জারি করা হয়। পুলিশের এক বিবৃতিতে এ কথা বলা হয়।
এর আগে বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়াত কনফারেন্সের কট্টরপন্থী অংশের নেতা সৈয়দ আলি গিলানি জুমার নামাজের পর বাসিন্দাদের ভারতবিরোধী বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানান।
এদিকে, এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জুমার নামাজের পর সহিংসতার আশঙ্কায় এই কারফিউ জারি করা হয়েছে।
গত ১১ জুন পুলিশের কাঁদানে গ্যাসের শেলের আঘাতে এক ছাত্র নিহত হওয়ার পর থেকেই মুসলিম অধ্যুষিত কাশ্মীরে বিক্ষোভ চলছে।
ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত সেখানে মোট ১১০ জন বিক্ষোভকারী ও পথচারী নিহত হয়েছে। এর আগে এ সপ্তাহের শুরুতে কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়।

No comments

Powered by Blogger.