মালয়েশিয়ায় বন্য প্রাণী ব্যবসায়ীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা

মালয়েশিয়ায় ‘লিজার্ড কিং’ বলে পরিচিত অ্যানসন ওং নামের এক বন্য প্রাণী ব্যবসায়ীর ব্যবসার অনুমোদনপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে দুটি বাঘ, একটি কুমিরসহ তাঁর কাছে থাকা সব বন্য প্রাণী জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। গত আগস্টে বিপন্ন প্রাণী পাচারের সময় তিনি ধরা পড়েছিলেন।
পেনাঙ প্রদেশের বন্য প্রাণী বিভাগের প্রধান জামালুন নাসির ইব্রাহিম বলেন, ‘প্রচলিত আইন অনুযায়ী আমরা ওং ও তাঁর স্ত্রী চিয়া বিং শির বন্য প্রাণী ব্যবসার অনুমোদন বাতিল করেছি। তাঁদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে রাখা সব বন্য প্রাণী আটক করা হবে।’
ওং গত আগস্ট মাসে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া থেকে ৯৫টি বিপন্ন প্রজাতির সাপ চোরাপথে দেশে আনার সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন।

No comments

Powered by Blogger.