ম্যারাডোনার চাওয়া

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানও পায় নোবেল শান্তি পুরস্কার। কিন্তু আর্জেন্টিনার মানবাধিকার গ্রুপ ‘গ্র্যান্ডমাদার অব প্লাজা ডি মেয়ো’কে কখনো নোবেল পুরস্কার দেওয়া হয়নি। এই না পাওয়ার হতাশা ঘোচার সময় বুঝি এল বুয়েনস এইরেস-ভিত্তিক মানবাধিকার গ্রুপটির। গ্রুপটির পক্ষে নোবেল শান্তি পুরস্কার ছিনিয়ে আনতে যে ম্যারাডোনা কাজ করছেন! আর্জেন্টাইন ‘ফুটবল ঈশ্বর’ বলছেন, আর্জেন্টিনার এই গ্রুপটি নোবেল শান্তি পুরস্কারের যথার্থ দাবিদার। নরওয়ে-ভিত্তিক নোবেল শান্তি কমিটি বরাবর চিঠি দিয়েছেন ম্যারাডোনা। উল্লেখ্য, ১৯৭৬-৮৩, সামরিক শাসনামলে অপহূত ৩০ হাজার মানুষের মধ্যে শিশুদের উদ্ধার করে নিকটাত্মীয়দের কাছে ফিরিয়ে দিয়েছিল এই গ্রুপ। আগামীকাল ঘোষণা করা হবে নোবেল শান্তি পুরস্কার। দেখা যাক, ম্যারাডোনার চেষ্টা ফলবতী হয় কি না!

No comments

Powered by Blogger.