পাকিস্তানকে অন্তর্ভুক্ত করে আলোচনা করতে হবে

কাশ্মীর সমস্যা সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদলের প্রধান দিলীপ পদগাওকর বলেছেন, পাকিস্তানকে অন্তর্ভুক্ত করে আলোচনা করতে হবে।এ ছাড়া কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়। গত শনিবার কাশ্মীরের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য শ্রীনগরে পৌঁছে তিনি এ কথা বলেন। কাশ্মীরকে একটি ‘বিতর্কিত’ প্রসঙ্গ বলেও উল্লেখ করেন তিনি।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে সহিংসতা বন্ধে স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য গত বুধবার তিন সদস্যের প্রতিনিধিদল গঠন করা হয়। প্রতিনিধিদলে আরও রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ রাধা কুমার ও তথ্য কমিশনার এম এম আনসারি।
দ্য টাইমস অব ইন্ডিয়ার পরিচালক দিলীপ বলেন, কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করার উপায় কারও নেই। তাই পাকিস্তানকে ছাড়া কাশ্মীর সমস্যার সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘ভারত সরকার ও দেশের শীর্ষ পর্যায়ের রাজনীতিকদের অনুমোদন সাপেক্ষেই আমরা কাশ্মীরে এসেছি। এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী কোনো নেতার সঙ্গে বসতেও আমাদের দ্বিধা নেই।’
তবে এই আলোচনার উদ্যোগকে কৌতুক বলে আখ্যা দিয়েছে কাশ্মীরের বিভিন্ন কট্টরপন্থী দল।

No comments

Powered by Blogger.