দ্রুতই সেরে উঠছেন মেসি

প্রথমে শোনা গিয়েছিল চোট সারতে ২৫ থেকে ৪৫ দিন লাগবে। পরে গত সোমবার জানানো হয়, চোটমুক্ত হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। বাস্তবতা হলো, প্রত্যাশার চেয়েও দ্রুত সেরে উঠছেন লিওনেল মেসি। গত শুক্রবারই যোগ দিয়েছেন অনুশীলনে। সপ্তাহখানেকের মধ্যেই মাঠে ফিরবেন বার্সেলোনা তারকা।
চোট-শঙ্কার সঙ্গে কেটে গেছে আরও একটি শঙ্কা। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির জাপান সফরে আর কোনো আপত্তি নেই বার্সেলোনার। একটি প্রীতি ম্যাচ খেলতে আগামী মাসে জাপান সফর করবে আর্জেন্টিনা। চোট সত্ত্বেও জাপান সফরের দলে মেসিকে রেখেছেন আর্জেন্টিনার অন্তর্বর্তী কোচ সার্জিও বাতিস্তা। চোটের কথা ভেবে প্রথমে মেসিকে ছাড়তে আপত্তির কথা জানালেও বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা এখন বলছেন, ‘আমি আগের অবস্থান থেকে সরে এসেছি। আমি এখন বলছি, মেসি জাতীয় দলের সঙ্গে থাকবে এবং আমি মনে করি, ও ভালোই করবে।’

No comments

Powered by Blogger.