ক্ষমা চাইবেন না ইজাজ বাট

পাকিস্তান-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়েরা ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিল—পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাটের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর কাছ থেকে নিঃশর্ত ক্ষমা দাবি করেছিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এমনকি ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছিল ইসিবি। তবে নিজের অবস্থানে অনড় আছেন ইজাজ বাট। পিসিবি-প্রধানের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে ভারতের অন্যতম ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া আজ রোববার এ তথ্য জানিয়েছে।
ইজাজ বাটের এ মন্তব্যে ইংলিশ ক্রিকেটারদের মানহানির অভিযোগ এনে পিসিবির কাছ থেকে ক্ষতিপূরণও দাবি করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। কিন্তু এমন কোনো মন্তব্যই ইজাজ বাট করেননি বলে দাবি করলেন পিসিবির মিডিয়া ম্যানেজার নাদিম সারওয়ার। পাকিস্তানি সংবাদপত্র জংকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, পিসিবির চেয়ারম্যান কী বলেছেন সেটা সবার মনোযোগ দিয়ে শোনা উচিত ছিল। তিনি সরাসরি কারও বিরুদ্ধেই ম্যাচ গড়াপেটার অভিযোগ করেননি। সুতরাং, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসছে না।

No comments

Powered by Blogger.