জাপানকে ক্ষমা চাইতে বলেছে চীন, টোকিওর প্রত্যাখ্যান

মাছ ধরা ট্রলারের ক্যাপ্টেনকে আটকের ঘটনায় জাপানকে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে বলে গতকাল শনিবার দাবি করেছে চীন। তবে জাপান তা প্রত্যাখ্যান করেছে।
চীনা ক্যাপ্টেনকে গত শুক্রবার মুক্তি দেয় জাপান। এরপর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ক্যাপ্টেনকে আটক করে জাপান চীনের সার্বভৌমত্ব এবং চীনা নাগরিকের মানবাধিকার ক্ষুণ্ন করেছে। এ ঘটনার জন্য জাপানকে অবশ্যই চীনের কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।’
তবে চীনের এ দাবি নাকচ করে দিয়েছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা জানি না, চীন কীভাবে এ কথা বলছে। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। আমরা তা প্রত্যাখ্যান করছি।’
৭ সেপ্টেম্বর পূর্ব চীন সাগরের একটি বিরোধপূর্ণ এলাকায় জাপানের নৌবাহিনী ক্যাপ্টেন, ক্রুসহ চীনের একটি ট্রলার আটক করে। পরে ক্রুদের ও ট্রলারটি ছেড়ে দেওয়া হলেও ক্যাপ্টেনকে আটকে রাখে জাপান। এ নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের সৃষ্টি হয়েছে।

No comments

Powered by Blogger.